1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বাংলাদেশ ইমাম সমিতি

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ইমাম সমিতির উদ্যোগে ঢাকার দক্ষিণ বাসাবো এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দক্ষিণ বাসাবোর বিভিন্ন স্থানে শতাধিক দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া স্কলার ফোরাম ও বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মানবিক ও সেবামূলক কার্যক্রমে ইমাম ও আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইমাদুদ্দিন আল-মাদানী এবং আল-মানার মডেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি হেদায়েত উদ্দিন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বাংলাদেশ ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। মানবসেবা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। তিনি সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে বিত্তবান ও দানশীলদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইমাম সমিতি শুধু মসজিদকেন্দ্রিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুফতি হেদায়েত উদ্দিন বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এ সময় ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ ইমাম সমিতির এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।

এসময় বক্তারা বলেন, এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দেয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ ইমাম সমিতির প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd