মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খাদের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
অথচ ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে? যে কারণে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট দল।
সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের পরিবর্তে বাংলাদেশ খেলতে চায় শ্রীলংকা। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি ভারতে না খেলার অবস্থানেই অনড় আছে।
আগামী সোমবার বা মঙ্গলবার আইসিসি থেকে চিঠির উত্তর পাওয়া যাবে জানিয়ে বুলবুল বলেন, ‘না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। আমরা যতগুলো তথ্য দেওয়া দরকার, সব দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।’
এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
মতিঝিলনিউজ/এআর