1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বাবা-ছেলের ম্যাচে টানা দ্বিতীয় জয় নোয়াখালীর

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : টানা ৬ হারে বিপিএলের অভিষেক আসর শুরু করে নোয়াখালী এক্সপ্রেস। সেই দুঃস্বপ্ন পেরিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপিএলের নবাগত দলটি।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ ৪১ রানের বড় জয় পেয়েছে নোয়াখালী। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা।

শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দল। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর তোপে ১৯ রানে ৪ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে পরে মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন ‍দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু কমান। অধিনায়ক মিঠুনের ৩৩ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৪ রান করেন সাইফউদ্দিন।

মাঝে ২৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-ইহসানউল্লাহ-মেহেদী হাসান রানা-মোহাম্মদ নবী।

এর আগে বিপিএল বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। প্রথমবারের মতো বাবা-ছেলের একসঙ্গে ম্যাচ খেলার দেখা মিলেছে।
তাতে বাবা নবীকে বিনোদন দিয়েছেন ছেলে হাসান ইসাখিল। যদিও কিছুটা আক্ষেপ রয়ে গেছে ইসাখিলের। ৮ রানের জন্য যে পাওয়া হয়নি সেঞ্চুরি।

বিপিএলের অভিষেক ম্যাচে ৯২ রানে আউট হয়েছেন ইসাখিল। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।
তার এই ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। আর ছেলেকে অভিষেক ক্যাপ দেওয়া নবী করেন ১৭ রান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd