মতিঝিলনিউজ প্রতিবেদক : খুলনা মহানগরীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
আগুনে সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। এ সময় একটি এসি বিস্ফোরিত হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেছেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। ওই আগুন সমস্ত কক্ষে ছড়িয়ে পড়ে। পরে এসিতে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
মতিঝিলনিউজ/এআর