🌐 মতিঝিল নিউজ 24 | নিজস্ব প্রতিবেদক
মিতালী রোডে ভূমিকম্পে এক ভবন অন্য ভবনের ওপর হেলে পড়েছে, এলাকায় চরম আতঙ্ক
রাজধানীর মিতালী রোড এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত মাঝারি মাত্রার ভূমিকম্পে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ভূমিকম্পের পরপরই এলাকায় অবস্থিত একটি পুরোনো ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়তে দেখা গেছে, যার ফলে আশপাশে বসবাসকারীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে ভবন দুটি দুলতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভবনের কাঠামো ঝুঁকে বিপরীত দিকের ভবনের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভবনবাসীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির কাঠামোগত দুর্বলতার কারণে এটি এভাবে হেলে পড়েছে। তবে এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন যে—
যদি ভবনটি আরও হেলে পড়ে বা ধস নামে, আশপাশের ভবন ও সাধারণ মানুষের বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এলাকাটি ঘিরে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে আহ্বান জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবনটি জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দেওয়া হতে পারে।
মিতালী রোডের এই ঘটনার কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।