1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ঢাকায় নিজ বাসভবন থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে জামায়াত নেতা আনোয়ার উল্লাহর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাসার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে অভিযোগ করেছে পরিবার। হত্যার পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি এটি চুরির ঘটনা। তারপরও ঘটনার পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে তদন্ত চলছে, প্রকৃত কারণ বেরিয়ে আসবে।”

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা গেছে। পুলিশের ধারণা, তারাই আনোয়ার উল্লাহকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে।

এ বিষয়ে ডিএমপির (মিডিয়া) শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এটি চুরি না কি পরিকল্পিত হত্যাকাণ্ড—তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।

আনোয়ার উল্লাহ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd