1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

গাজাজুড়ে জানাজা ও দাফন; ইসরাইলি হামলায় আরও ফিলিস্তিনি নিহত

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গাজাজুড়ে জানাজা ও দাফন; ইসরাইলি হামলায় আরও ফিলিস্তিনি নিহত

গাজাজুড়ে আজ আবারও অনুষ্ঠিত হয়েছে নিহত ফিলিস্তিনিদের জানাজা ও দাফন। ইসরায়েলের কমানো হামলা সত্ত্বেও অব্যাহত বোমাবর্ষণ ও গুলিবর্ষণে নতুন করে প্রাণ গেছে আরও চার ফিলিস্তিনির।

গাজা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অক্টোবরের শুরুর দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরাইল ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

আজ সকালেই খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয় দুই ফিলিস্তিনির মৃতদেহ। মেডিকেল সূত্র জানায়, ইসরাইলি বাহিনীর গুলিতে তারা নিহত হন। পরিবারের সদস্য ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে জানাজা ও দাফন সম্পন্ন করেন।

নাসের হাসপাতালের প্রাঙ্গণে মরদেহের পাশে দাঁড়িয়ে শোকাহত মানুষদের নাড়ার শব্দে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় নিহতদের।

গাজার দক্ষিণ ও উত্তর—উভয় অঞ্চলেই আজ এমন বহু জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির পরও জীবন বাঁচানোর মতো শান্তি তারা এখনো দেখতে পাচ্ছেন না।

তথ্যসূত্র:
এই প্রতিবেদনের কিছু তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা–র প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd