মতিঝিলনিউজ প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রি করার চেষ্টাকালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন— রাজু আহমেদ, মৃদুল ও বাবুল।
দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি সনদ ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। নামজারি যাচাই-বাছাইয়ের সময় কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়লে ভুয়া দলিলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, চক্রটি পরিকল্পিতভাবে প্রকৃত ভূমি মালিকদের অজান্তে জাল নামজারি করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করছিল। তদন্তের অংশ হিসেবে চক্রটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দলিল লেখক কাওসার আহমেদের একটি দোকান সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মতিঝিলনিউজ/এআর